জেসিকার হত্যাকারী মনু শর্মার মা বিজেপি প্রার্থী

হরিয়ানা (Haryana) বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এবার লড়াই করবেন মডেল জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মা শক্তিরানি।

Must read

হরিয়ানা (Haryana) বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এবার লড়াই করবেন মডেল জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মা শক্তিরানি। দু’দিন আগে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। ১৯৯৯ সালে মডেল জেসিকা লাল খুন হন। প্রথমিকভাবে নিম্ন আদালত রায় দিয়ে জানায় প্রধান অভিযুক্ত মনু শর্মা নির্দোষ। পরের দিন দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিকের ব্যানার হয়েছিল, ‘নো ওয়ান কিলড জেসিকা!’ এরপরেই দেশজুড়ে ‘বিচার চেয়ে’ শুরু হয় গণআন্দোলন।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে মদ খাইয়ে প্রকাশ্য রাস্তাতে ধ.র্ষণ

সকলেরই মনে আছে প্রখ্যাত মডেল জেসিকা লাল হত্যাকাণ্ডের কথা। ১৯৯৯ সালের ঘটনা। এই ঘটনা নিয়ে পরবর্তীকালে সিনেমা হয়েছিল। নো ওয়ান কিলড জেসিকা। দেশ দেখেছিল, প্রথম মোমবাতি হাতে সাধারণ নাগরিকদের প্রতিবাদী মিছিল। জেসিকার হত্যাকারী হাই প্রোফাইল রাজনীতিবিদ। ঘটনার সময় কংগ্রেসের কর্মী। পরে যদিও বিতাড়িত। সেই অপরাধী মনু শর্মার মা শক্তিরাণী শর্মাকে হরিয়ানার আম্বালা থেকে ভোট প্রার্থী করল বিজেপি। আম্বালার প্রথম মহিলা মেয়র শক্তি রাণী শর্মা বিজেপি প্রার্থীকে হারিয়েই মেয়র হয়েছিলেন।

আরও পড়ুন-মুম্বইয়ের টাইমস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রসঙ্গত, বুধবার ৯০টি আসনের মধ্যে ৬৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানেই রয়েছে শক্তিরানির নাম। তিনি কালকা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০২০ সালে স্বামীর তৈরি জনচেতনা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অম্বালার প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। সেই বছর ‘ভালো ব্যবহারের’ জন্য শক্তিরানির ছেলে মনু জেল থেকে মুক্তি পায়। এই মুহূর্তে তিনি অম্বালার মেয়র পদে রয়েছেন।

Latest article