উত্তরের বন্যাদুর্গতদের পাশে ঝাড়গ্রামের টিম অভিষেক

একরাতের অতিবৃষ্টিতে বিধ্বস্ত, বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গতদের পাশে দাঁড়াতে একযোগে ঝাঁপিয়ে পড়েছে দল থেকে প্রশাসন

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : একরাতের অতিবৃষ্টিতে বিধ্বস্ত, বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গতদের পাশে দাঁড়াতে একযোগে ঝাঁপিয়ে পড়েছে দল থেকে প্রশাসন। ত্রাণশিবির, কমিউনিটি কিচেন থেকে শুরু করে সবরকম সুযোগ-সুবিধার ব্যবস্থা হয়েছে।

আরও পড়ুন-রক্তাক্ত বিক্ষোভ, ফাইনালে বাগান

প্রতিদিনই প্রশাসনের তরফে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পৌঁছে যাচ্ছে ত্রাণসামগ্রী। এবার জঙ্গলমহল থেকে পাশে দাঁড়াতে হাজির হল ঝাড়গ্রাম জেলা তৃণমূল সম্পাদক সুমন সাউয়ের নেতৃত্বে ‘টিম অভিষেক ঝাড়গ্রাম’। এলাকার দুর্গত ৫০টি পরিবারের পাশে সাধ্যমতো শুকনো খাবার থেকে বেশ কিছু ত্রাণসামগ্রী নিয়ে হাজির হন তাঁরা। সুমন জানান, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফুল টিমকে উত্তরবঙ্গের মানুষের কাছে উদ্দেশ্যে পাঠিয়ে পাশে থাকার চেষ্টা করছেন। আমাদেরও দায়িত্ব অসহায় পরিবারগুলির পাশে থাকা।

Latest article