অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম এবার হয়ে উঠবে আলোকময়, পথবাতি প্রকল্পে বরাদ্দ ১ কোটি ৪০ লক্ষ

দীর্ঘদিন শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় আলো না থাকা বা আলো নষ্ট হয়ে যাওয়ার কারণে উদ্ভূত সমস্যার মোকাবিলায় বড়সড় প্রকল্প হাতে নেওয়া হল।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম শহরের পরিকাঠামো উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল প্রশাসন। দীর্ঘদিন শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় আলো না থাকা বা আলো নষ্ট হয়ে যাওয়ার কারণে উদ্ভূত সমস্যার মোকাবিলায় বড়সড় প্রকল্প হাতে নেওয়া হল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের ১৮টি ওয়ার্ডের বহু জায়গায় পথবাতি নেই। অনেক জায়গায় পোস্ট থাকলেও বাতি নষ্ট হয়ে দীর্ঘদিন অন্ধকারে রয়েছে। এই অবস্থার পরিবর্তনে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শহরের আলোকসজ্জা প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

আরও পড়ুন-বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় ধাপে ৩৭৫ কোটি টাকা বিলি

ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। বনমন্ত্রী ও ঝাড়গ্রাম পুরসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত বীরবাহা হাঁসদা এবং জেলাশাসক সুনীল আগরওয়ালের উদ্যোগে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আলো বসানোর ক্ষেত্রে অপচয় রোধ করতে প্রতিটি ওয়ার্ডের বিদ্যমান বাতির সংখ্যা ও অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। যেসব ওয়ার্ডে একেবারেই আলো নেই বা পর্যাপ্ত নয়, সেখানে নতুন এলইডি আলো বসানো হবে। অনেক জায়গায় পোস্ট থাকা সত্ত্বেও আলো না থাকায় সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনায় আনা হচ্ছে। এই প্রসঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, ‘শহরে আলোর সমস্যা মেটাতে অর্থ বরাদ্দ হয়েছে। সেই টাকায় শহরের বিভিন্ন ওয়ার্ডে নতুন আলো বসানোর কাজ শুরু করা হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে।’ প্রশাসনের এই পদক্ষেপে ঝাড়গ্রাম শহরবাসীর বহু দিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অরণ্য শহর এবার হয়ে উঠবে আলোকময়।

Latest article