ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ে ঝাড়গ্রামের স্ট্রংরুম

ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র। মঙ্গলবার গণনা হবে ঝাড়গ্রাম রানি ইন্দিরাদেবী মহিলা কলেজে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র। মঙ্গলবার গণনা হবে ঝাড়গ্রাম রানি ইন্দিরাদেবী মহিলা কলেজে। কলেজের ভিতরটা আলাদা করে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘেরার ভেতর রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কারও ঢোকার অনুমতি নেই। বাইরে কলেজ সীমায় রাজ্য সশস্ত্র পুলিশ। ক্যাম্পাসের বাইরে আলাদা করে লকগেট করে সেখানেও রাজ্য পুলিশ ঘিরে রেখেছে। এইভাবেই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র।

আরও পড়ুন-ডায়েরিয়ার প্রকোপ রুখতে উদ্যোগী পুরসভা

ঝাড়গ্রাম কেন্দ্রের মোট ভোটার ১৭,৭৯,৭৯৪ জন, ভোট পড়েছে ৮৩.৪৭%, অর্থাৎ ভোট দিয়েছেন ১৪,৮৫,৫৯১ জন। গণনা হবে ১৬ থেকে ১৮ রাউন্ড। মঙ্গলবার সকাল ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে স্ট্রংরুম খুলে দেওয়া হবে। গণনাকেন্দ্রে কেবলমাত্র প্রার্থী, প্রার্থীর এজেন্ট ও কাউন্টিং এজেন্টরা প্রয়োজনীয় নথি দেখিয়ে প্রবেশ করতে পারবেন। ঝাড়গ্রামে মোট ১৩ জন প্রার্থী রয়েছেন। তৃণমূল প্রার্থী কালীপদ সরেন বলেন, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউটের আগে তো একটু টেনশন থাকে, রেজাল্ট আউট হয়ে গেলে সেই টেনশন যায়। তিনি দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। কাউন্টিং এজেন্টদেরও সতর্ক থাকতে বলেছেন। গণনা শেষ না হওয়া পর্যন্ত এজেন্টরা যেন বের না হন।

Latest article