ঝাড়খণ্ডে বিধানসভার প্রথমদফা ভোট নির্বিঘ্নে

এবারের ভোট প্রচারে ঝাড়খণ্ডে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে রাজ্যের ইন্ডিয়া জোট সরকারের জনকল্যাণমুখি বিভিন্ন প্রকল্প।

Must read

প্রতিবেদন: ঝড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোট পড়ল ৬৫ শতাংশের কিছু বেশি। বুধবার প্রথম দফায় ৮১টি বিধানসভা আসনের মধ্যে মোট ৪৩টি আসনে ভোট গ্রহণ হয়। প্রার্থী ছিলে ৬৮৩জন। মাওবাদীর যাতে কোনও ভাবেই ভোট বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য এবারে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে টহল দিয়েছে আধাসেনা এবং যৌথবাহিনী। প্রথম দফা ভোট হয় ১৫ হাজার ৩৪৪টি বুথে। প্রতিটি বুথেই ছিল বিশেষ নজরদারি।

আরও পড়ুন-শহরের উন্নয়নে একাধিক ভাবনা মুখ্যমন্ত্রীর, ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন, শিলিগুড়ির পানীয় জল প্রকল্পের সূচনা

এবারের ভোট প্রচারে ঝাড়খণ্ডে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে রাজ্যের ইন্ডিয়া জোট সরকারের জনকল্যাণমুখি বিভিন্ন প্রকল্প। আধিবাসীদের মৌলিক দাবিদাওয়ার পক্ষেও সওয়াল করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। অন্যদিকে বিজেপির বিভেদের রাজনীতি প্রকট হয়ে দেখা দিয়েছে তাদের নির্বাচনী প্রচারে। ঝড়খণ্ডের দ্বিতীয় দফার ভোট ২০ নভেম্বর। এদিনই উপনির্বাচন হল কেরলের ওয়ানড় লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার ১০টি রাজ্যের মোট ৩১টি বিধানসভা আসনেও উপনির্বাচন হল। এরমধ্যে বাংলায় হল ৬টি আসনে উপনির্বাচন।

Latest article