সামাজিক মাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট এক পড়ুয়ার। লিখেছিলেন,ফের পুলওয়ামার মতো হামলা হবে। এই পোস্ট দেখে পড়ুয়ার খোঁজ শুরু করল ঝাড়খণ্ড (Jharkhand) প্রশাসন। তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police)। ওই পোস্টের জেরে পড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক হিংসার জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছে জম্মু কাশ্মীর। একের পর এক জঙ্গি হামলা ও সেনা অভিযানের পাশাপাশি মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। উপত্যকার এহেন পরিস্থিতির মাঝে ঝাড়খণ্ডের পড়ুয়ার ওই পোস্ট স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে। কেন ওই পড়ুয়া এমন পোস্ট করল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুন- অবৈধ মদের কারবার চালানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন জওয়ানের। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশের হামলার দায় স্বীকার করে। পালটা পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। এদিকে জঙ্গিদের অতর্কিত হামলায় গত সপ্তাহে চার সেনা জওয়ানের মৃত্যু ঘিরে থমথমে উপত্যকা। তবে উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পরদিন, তিন স্থানীয় বাসিন্দার মৃতদেহ উদ্ধার ঘিরে। পরিবারের সদস্যদের অভিযোগ, সেনা-পুলিশ হেফাজতে অত্যাচারের কারণেই ওই তিন জন মারা গিয়েছেন। এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে।