ইস্টবেঙ্গলে পালাবদল, নতুন কমিটিতে ঝুলন

Must read

প্রতিবেদন : পালাবদলেও বিরোধীশূন্য ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। এবারও ভোটাভুটি হয়নি। নির্বাচন ছাড়াই ফের ক্ষমতায় শাসক দল। নতুন কমিটিতে সবচেয়ে বড় চমক ঝুলন গোস্বামী। ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, তিনি ইস্টবেঙ্গলের কর্মসমিতিতে এসে সম্মানিত। বুধবার শহরের একটি পাঁচতারা হোটেলে নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রধান সভা অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কর্তারা।
ঝুলন বললেন, ‘‘ইস্টবেঙ্গল (East Bengal) এবার মেয়েদের সিএবি লিগে অংশগ্রহণ করেছে। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্সে অনেক সাফল্য পাক ইস্টবেঙ্গল। আমি এই কামনাই করি। আমাকে নতুন কমিটিতে রাখার জন্য অনেক ধন্যবাদ ক্লাব কর্তাদের।’’

আরও পড়ুন- তদন্ত চেয়ে ফিফা, এএফসিকে চিঠি

দীর্ঘ ২২ বছর পর শতাব্দীপ্রাচীন লাল-হলুদে নতুন সচিব মনোনীত হলেন। দু’দশক পর স্বাস্থ্যের কারণে সরে গেলেন কল্যাণ মজুমদার। তাঁর জায়গায় সচিবের চেয়ারে বসলেন শিল্পপতি রূপক সাহা। দীর্ঘ তিন দশক সভাপতি থাকার পর সরলেন চিকিৎসক ডাঃ প্রণব দাশগুপ্ত। শিল্পপতি মুরারিলাল লোহিয়া হলেন ইস্টবেঙ্গল ক্লাবের নতুন সভাপতি। তবে ক্লাবের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাবেন প্রাক্তন সভাপতি।
নতুন কমিটির সামনে নতুন চ্যালেঞ্জ। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, প্রধান তিনটি লক্ষ্যপূরণে শুরু থেকে কাজ করবে নতুন কমিটি। প্রথমত, ফুটবল, ক্রিকেট, হকির পরিকাঠামো আরও উন্নত করা। দ্বিতীয়ত, ক্লাবের বিভিন্ন কর্মসূচির মধ্যে আইএসএলের বিষয়টি অগ্রাধিকার পাবে। এই ব্যাপারে বিনিয়োগকারীর সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে কমিটি। তৃতীয়ত, অর্থের জোগান ঠিক রেখে আর্থিক বাধাবিপত্তিকে দূরে রাখা।

Latest article