টি-২০ লিগ মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ, দেশ বনাম ক্লাব বিতর্কে ঝুলন

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগই এগিয়ে দেবে মেয়েদের ক্রিকেটকে। বলছেন ঝুলন গোস্বামী। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলার ঝুলন

Must read

প্রতিবেদন : ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগই এগিয়ে দেবে মেয়েদের ক্রিকেটকে। বলছেন ঝুলন গোস্বামী। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলার ঝুলন। ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক বিশ্বাস করেন, ডব্লুপিএল, বিগ ব্যাশ লিগ, দ্য হান্ড্রেড, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা বৃদ্ধি মহিলাদের ক্রিকেটে ক্লাব বনাম দেশ বিতর্ককে তীব্র করেছে। ঝুলন মনে করেন, দ্বিপাক্ষিক সিরিজের থেকে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগকে অগ্রাধিকার দেওয়া উচিত। মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ টি-২০ লিগ।

আরও পড়ুন-রায় পিছনোয় সুবিধা হল বিনেশের, দাবি করলেন আইনজীবী

ইএসপিএনের পডকাস্টে ঝুলন বলেছেন, ‘‘আগে আমরা ছেলেদের ক্রিকেটে টি-২০ লিগের জনপ্রিয়তা দেখেছি। কখনও আশা করিনি, মেয়েদের ক্রিকেটেও দেখব। কিন্তু সেটাই এখন হয়েছে। আমি খুব খুশি হয়েছি এটা ঘটতে দেখে। আইসিসি-র এটা দেখা উচিত। মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ হল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এটাই বিশ্বব্যাপী মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগকে অগ্রাধিকার দেওয়া উচিত। সেটা না হলে ক্রিকেট এগোবে না।’’
মেয়েদের প্রিমিয়ার লিগ ডব্লুপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ও বোলিং কোচ ঝুলন। দ্বিপাক্ষিক সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি লিগের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গত কয়েক বছরে অনেক প্রতিশ্রুতিমান খেলোয়াড় উঠে এসেছে টি-২০ লিগ থেকে। তাই দ্বিপাক্ষিক সিরিজের পাশে ফ্র্যাঞ্চাইজি লিগের উইন্ডো রাখতেই হবে। সংঘাত হলে আমরা ভাল মানের ক্রিকেটার পাব না। ক্রিকেট ক্যালেন্ডারে ভারসাম্য রাখাটা জরুরি হয়ে পড়েছে।’’

Latest article