প্রতিবেদন : দীর্ঘ এক যুগ পর ফের ভারতের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। আর ২০১১-য় ধোনিদের কাপ জয়ের পুনরাবৃত্তি চাইছেন ঝুলন গোস্বামী। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ ট্রফি ঘুরছে বিভিন্ন দেশে। সব মিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে এই ট্রফি। বৃহস্পতিবার শহরের এক স্কুলে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন ঝুলন।
আরও পড়ুন-সুনীলদের দীর্ঘ শিবির নিয়ে বাড়ছে সংশয় এশিয়ান কাপ
এই অনুষ্ঠানে রোহিত শর্মাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, ‘‘বিশ্বকাপ জয় প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন। অ্যাথলিটদের কাছে যেমন অলিম্পিক, তেমনই ক্রিকেটারের কাছে এই ট্রফি।’’ ২০১১ বিশ্বকাপের জয়ের স্মৃতিচারণ করে ঝুলন আরও বলেন, ‘‘এখনও মনে আছে ধোনি ছয় মেরে আমাদের ২৮ বছর পর বিশ্বকাপ জিতিয়েছিল। গোটা দেশ সেদিন উৎসবে মেতে উঠেছিল। আশা করি, ভারতীয় দল এবার ফের সেই স্বপ্ন পূরণ করবে।’’
আরও পড়ুন-‘কেন্দ্রীয় বাহিনী শাপে বর’, সাংবাদিক বৈঠকে হাইকোর্টকে ‘ধন্যবাদ’ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ঝুলন আরও বলেন, ‘‘জেতা-হারা খেলার অংগ। কিন্তু ওরা (ভারতীয় ক্রিকেটাররা) চিরকাল আমাদের চোখে নায়ক হয়েই থাকবে। ভারতীয় দলকে সমর্থন করুন। ওদের পাশে থাকুন।’’ মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে তিনশোর বেশি উইকেট। কিন্তু তাঁকে অনেক লড়াই করেই উঠে আসতে হয়েছে বলে জানিয়েছেন ঝুলন। তিনি বলেন, ‘‘আমি গ্রামের মেয়ে। সেখানে মেয়েদের জন্য ক্রিকেটের কোনও পরিকাঠামো ছিল না। প্রতিদিন ট্রেনে করে কলকাতায় আসতাম ট্রেনিং করতে। কিন্তু স্বপ্নপূরণের জন্য এই কষ্টটা করেছিলাম। এখন সেই দিনগুলোর দিকে ফিরে তাকালে অবিশ্বাস্য বলে মনে হয়।’’