প্রতিবেদন : জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের এপ্রিলে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। ১৩ মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন তিনি। গ্রেফতার হওয়ার ৬ মাস পর জীবনকৃষ্ণ সাহা শীর্ষ আদালতে জামিনের আবেদন জানান। শেষমেশ আবেদনের সাত মাসের মাথায় জামিন পেলেন জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)।