প্রয়াত নোবেলজয়ী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার (Jimmy Carter)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। গত অক্টোবরেই আমেরিকার ৩৯ তম প্রেসিডেন্ট জিমি তাঁর শততম জন্মদিন পালন করেছিলেন। ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন জিমি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন- কংগ্রেসকে বাদ দিয়ে দিল্লিতে বড় সমাবেশ করতে চান কেজরিওয়াল
১৯২৪ সালের ১ অক্টোবর আমেরিকার জর্জিয়ায় জন্ম কার্টারের। ১৯৪৩ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন। ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগে জর্জিয়ার গর্ভনরও ছিলেন জিমি। ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন তিনি। জিমি কার্টারের (Jimmy Carter) মৃত্যুতে প্রাক্তন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা-সহ বহু নেতা শোকজ্ঞাপন করেছেন।