ঝাড়খণ্ডে কনস্টেবল পদে শারীরিক সক্ষমতার পরীক্ষায় একাধিক চাকরিপ্রার্থীর মৃত্যু

সূত্রের খবর, সারারাত ধরে চাকরিপ্রার্থীদের লাইনে দাঁড় করিয়ে সকালে প্রখর রোদের মধ্যে দৌড় করানোর ফলে এই ঘটনা ঘটেছে।

Must read

ঝাড়খণ্ডে (Jharkhand) আবগারি দফতরের কনস্টেবল পদে নিয়োগ চলছিল। সেখানে শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছে বেশ কয়েকটি কেন্দ্রে। দেখা গেল পরীক্ষার পরেই বেশ কয়েক জন চাকরিপ্রার্থীর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এভাবে একাধিক চাকরিপ্রার্থীদের মৃত্যু হচ্ছে, খোঁজ করছে পুলিশ। এই নিয়ে শনিবার ঝাড়খণ্ড পুলিশের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বেশ কয়েক জন চাকরিপ্রার্থীর মৃত্যুর উল্লেখ করা হয়েছে। রাজ্যের সাতটি কেন্দ্রে অর্থাৎ রাঁচী, হাজারিবাগ, গিরিডি, সাহেবগঞ্জ, পলামু, পূর্ব সিংভূমে শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন কয়েকটি কেন্দ্রে চাকরিপ্রার্থীদের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-মহিলাদের নিরাপত্তায় ‘‌হেল্পলাইন নম্বর’‌ চালু জেলা পুলিশের

রাজ্য পুলিশের তরফে যদিও বলা হয়েছে কেন্দ্রগুলিতে সব রকম জরুরি ব্যবস্থা ছিল। চিকিৎসক দল, ওষুধ, অ্যাম্বুল্যান্স সবই ছিল তবুও কী ভাবে ১০ জন চাকরিপ্রার্থীর এভাবে মৃত্যু হল, কোথাও গাফিলতি ছিল কি না, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের খবর, সারারাত ধরে চাকরিপ্রার্থীদের লাইনে দাঁড় করিয়ে সকালে প্রচন্ড রোদের মধ্যে দৌড় করানোর ফলে এই ঘটনা ঘটেছে।

Latest article