বসিরহাটে বিধায়কের উদ্যোগে জব ফেয়ার

বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের লক্ষ্যে বসিরহাটে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হল জব ফেয়ার। অন্যতম উদ্যোক্তা বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, বসিরহাট : বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের লক্ষ্যে বসিরহাটে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হল জব ফেয়ার। অন্যতম উদ্যোক্তা বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বসিরহাট রবীন্দ্র ভবনে আয়োজিত এই জব ফেয়ারে মোট ৭টি বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে। রাজ্যের শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-উৎপাদন দ্বিগুণ করছে বাংলার ডেয়ারি

কর্মপ্রার্থী তরুণ-তরুণীদের স্বার্থে মুখ্যমন্ত্রীর উৎসাহে শ্রমমন্ত্রীর নির্দেশে, পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনায় ও বসিরহাট জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এখানে শিক্ষিত যুবক-যুবতীদের নথিপত্র জমা নিয়ে কোম্পানিগুলো সরাসরি তাদের ইন্টারভিউ নেয়। এখান থেকে ১৫০ জন চাকরিপ্রার্থী ওইসব বেসরকারি কোম্পানিতে চাকরি পাবেন। তাদের জয়েনিং লেটার এখান থেকেই দিয়ে দেওয়া হয়। শতাধিক কর্মপ্রার্থী যুবক-যুবতী এখানে নাম নথিভুক্ত করে চাকরির আবেদন করেন। এদিন উপস্থিত ছিল সরকারি কয়েকটি দফতরের আধিকারিকেরাও। সেই সঙ্গে সাতটি কোম্পানির আধিকারিক, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় কাউন্সিলররাও এই ফেয়ারে উপস্থিত ছিলেন। এর আগে এমন জব ফেয়ার দেখেনি বসিরহাটবাসী। কর্মসংস্থানের লক্ষ্যে বিধায়কের এই চেষ্টাকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা।

Latest article