ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য এবার জেলায় জেলায় জব ফেয়ার

Must read

প্রতিবেদন : ডাবল ইঞ্জিন রাজ্যে অত্যাচারের শিকার হয়ে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) সরাসরি চাকরির সুযোগ করে দিতে এবার জেলায় জেলায় জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজন করবে রাজ্য সরকার। নিকটবর্তী কল–কারখানায় শূন্যপদ চিহ্নিত করে সেই অনুযায়ী শ্রমিকদের উপযুক্ত কাজে যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। জব ফেয়ার থেকেই নতুন কর্মস্থলের শংসাপত্র তুলে দেওয়া হবে তাঁদের হাতে। প্রতিটি জেলা প্রশাসন ইতিমধ্যেই এই মেলার প্রস্তুতি শুরু করেছে বলে শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে।
কোন জেলায় কোন সংস্থা বা কারখানায় শূন্যপদ রয়েছে, তা চিহ্নিত করছে শ্রম দফতর। সেই অনুযায়ী জেলায় জেলায় জব ফেয়ার করে কল–কারখানার প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রমিকদের (Migrant Worker) হাতে সরাসরি শংসাপত্র তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাব মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে।

আরও পড়ুন-নিশীথের কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে পথে মহিলারা

ডাবল ইঞ্জিন রাজ্যে অত্যাচার–সন্ত্রাসের ভয় কাটিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে নবান্ন। এই প্রকল্পে রাজ্য ফিরতি শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা দিচ্ছে। পাশাপাশি, পুনর্বাসনের জন্য এক বছর ধরে মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় আট হাজার শ্রমিককে এই এককালীন সহায়তা প্রদান করা হয়েছে। যে সমস্ত আবেদন এসেছে, সেগুলির তথ্য শ্রমশ্রী পোর্টালে আপলোড করে বিশেষভাবে যাচাই করছে প্রশাসন। তাঁদের পূর্ববর্তী কাজের ধরণ, দক্ষতা এবং বিভাগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে, যাতে বাংলায় ফিরেও তাঁরা নিজেদের কাজের ক্ষেত্রেই সুযোগ পান।

Latest article