ভাবা যায়! গণধর্ষণের বিনিময়ে কি না চাকরি

Must read

প্রতিবেদন : আন্দামান ও নিকোবর প্রশাসনের প্রাক্তন মুখ্যসচিব জিতেন্দ্র নারায়ণ ও শ্রম কমিশনার আর এল ঋষি চাকরির (Job- Gangrape) বিনিময়ে মহিলাদের ধর্ষণ করেছে বলে অভিযোগ। একবছর সেখানে কর্মরত থাকাকালীন মুখ্যসচিবের বাড়িতে ২০ জনেরও বেশি যুবতী লাগাতার গণধর্ষণের শিকার হয়েছেন। জানা গিয়েছে, তাঁদের কেউ কেউ চাকরি পেয়েছেন। শ্রম কমিশনার ঋষি ও মুখ্যসচিব নারায়ণকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশি তদন্তের জন্য তৈরি হয়েছে সিট। সম্প্রতি ২১ বছর বয়সি এক যুবতীর অভিযোগে এই চাঞ্চল্যকর ধর্ষণের বিনিময়ে চাকরির বিষয়টি প্রশাসনের নজরে আসে। যদিও এই অভিযোগকারিণী চাকরি পাননি। সিসিটিভি ফুটেজ ইত্যাদি নষ্ট করে দিলেও ফোনের কল রেকর্ড, মুখ্যসচিবের বাড়ির করণিক, ড্রাইভার, পরিচারকদের বয়ানে প্রাথমিকভাবে এই গণধর্ষণ-কাণ্ডের (Job- Gangrape) যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। আজ, ২৮ অক্টোবর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিটের মুখোমুখি হবে মুখ্যসচিব।

আরও পড়ুন: চার বিধায়ক কিনতে তেলেঙ্গানায় বিজেপির ‘অফার’, কী বলবে বাংলা বিজেপি

Latest article