ভোটের মুখে চাকরির গিমিক! তোপ বিরোধীদের

একদিকে সাম্প্রদায়িক মেরুকরণ আর বিভাজনের চিরাচরিত কৌশল, অন্যদিকে নির্জলা মিথ্যার বেসাতি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার৷

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই মূল ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতে মরিয়া মোদি সরকার৷ দেশের মানুষকে বোকা বানাতে শুরু হয়েছে মিথ্যে টোপ দেওয়া৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস ট্যুইট করে জানায়, আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ হবে৷ এই ঘোষণা শুনেই সবার মনে পড়ে যাচ্ছে ২০১৪ সালে সব ভারতীয়র অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা ফেলার গল্প৷ মোদির দক্ষিণহস্ত অমিত শাহ নিজেই পরে স্বীকার করেছিলেন, ওটা নেহাতই জুমলা ছিল৷ এবারও ঠিক তেমন প্লটেই এগোচ্ছে বিজেপি৷ একদিকে সাম্প্রদায়িক মেরুকরণ আর বিভাজনের চিরাচরিত কৌশল, অন্যদিকে নির্জলা মিথ্যার বেসাতি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার৷

আরও পড়ুন-দিল্লির বায়ুদূষণে ১০ বছর আয়ু কমছে মানুষের

প্রধানমন্ত্রীর নয়া নিয়োগের এই ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, ক্ষমতায় আসার পর প্রতি বছর দু’কোটি মানুষকে চাকরি দেওয়ার কথা বলেছিল এই সরকার৷ তাহলে তো ইতিমধ্যেই ছ’কোটি লোকের চাকরি বকেয়া আছে৷ সেই কর্মসংস্থান না করে ১০ লক্ষ চাকরির হিসেব কোন ​যুক্তিতে? আসলে পুরোটাই নির্বাচনী গিমিক৷ কারণ, সামনে গুজরাত ও আরও কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচন এবং তারপরেই লোকসভা ভোট৷ চাপে পড়ে মানুষকে বোকা বানাতে এখন মিথ্যের ফুলঝুরি ছোটাচ্ছে এই সরকার৷

আরও পড়ুন-ত্রিপুরার উপনির্বাচনে জমজমাট প্রচার তৃণমূলের

কংগ্রেস, সিপিএম, আরজেডির মতো একাধিক বিরোধী দল এই ইস্যুতে খোঁচা দিয়েছে মোদি সরকারকে৷ কংগ্রেসের মুখপাত্র ও সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালার কটাক্ষ, ক্ষমতায় আসার আগে দু​’কোটি চাকরির প্রতিশ্রুতি তাহলে কোথায় গেল? গত ৫০ বছরের মধ্যে কর্মসংস্থানের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ভারত৷ অবস্থা এমনই, ডলারের সাপেক্ষে রুপি এখন সর্বনিম্ন মাত্রা স্পর্শ করেছে৷
তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকারের খোঁচা, আমরা ছ’বছরে এক কোটি চাকরি হারিয়েছি৷ তাহলে ১০ লক্ষ চাকরি দেওয়ার গিমিক কেন?

আরও পড়ুন-সারাদিন খুশির মেজাজে চিড়িয়াখানায় বুড়ি

বিজেপির লোকসভা সাংসদ বরুণ গান্ধী ট্যুইটে কটাক্ষ করেছেন তাঁর নিজের দলকে৷ তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে​ দিয়েছেন, বছরে দু’কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে হলে আরও দ্রুত গতিতে কাজ করতে হবে মোদি সরকারকে৷ এই মুহূর্তে এক কোটিরও বেশি শূন্যপদ রয়েছে৷ বিশিষ্টজনদের অনেকেই মোদি সরকারের নতুন প্রতিশ্রুতিকে খোঁচা দিয়ে বলেছেন, একমাত্র শিবলিঙ্গ খোঁজার চাকরিই দিতে পারে এই সরকার৷ কারণ, গত কয়েকবছরে এই সরকারের অভিমুখ কোন দিকে তা মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে৷ সব মিলিয়ে, দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিলেও মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল থেকে সর্বস্তরের মানুষ৷

Latest article