বঙ্গ

বিকাশদের মিথ্যাচারের রাজনীতি, অনাহারে মৃত্যু চাকরিপ্রার্থী প্রণীর

প্রতিবেদন : কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিলেন তিনি আগে মরেন নাই। চাকরিপ্রার্থী এই মহিলাও মরিয়া প্রমাণ করিলেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যরা ২৭ লক্ষ টাকা নিয়ে কেস লড়েছিলেন। অসহায় চাকরিপ্রার্থীদের নিয়ে ন্যক্কারজনক রাজনীতি করেছিলেন। আর তিনি সেই নোংরা রাজনীতির শিকার। দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার যন্ত্রণা, মানসিক অবসাদে রোগাক্রান্ত হয়ে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয় চাকরিপ্রার্থী প্রণী নার্জিনারির (Proni Narjinary)।

আরও পড়ুন: আজ এলাকায় যাবেন পার্থ-সুজিত-নুরুল

সুপারিশপত্র হাতে পাওয়া সত্ত্বেও চাকরিতে যোগ দিতে পারেননি মৃত ওই কর্মপ্রার্থী (Proni Narjinary)। মামলাকারীর পক্ষের আইনজীবী সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিরোধী শিবিরের আইনজীবীরা ২৭ লক্ষ টাকা নিয়ে মামলা লড়েছিলেন। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রণীর মৃত্যুর পর আবারও প্রশ্ন তুললেন নবম-দশমে কর্মশিক্ষা-শারীরশিক্ষার কর্মপ্রার্থীদের একাংশ। আইনি জটে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রাখার অভিযোগ তুললেন তাঁরা। আজ রবিবার দুপুর ২টোয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের পার্টি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন এসএসসি ও পিএসসির কর্মপ্রার্থীরা। শনিবার চাকরিপ্রার্থী প্রণীর মৃত্যুসংবাদ প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন তাঁরই এক সহযোদ্ধা রাজু দাস। সেই পোস্টটি ‘এক্স-হ্যান্ডেলে’ পুনরায় শেয়ার করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, দেখুন, ভাবুন। আন্তরিক সমবেদনা মৃত চাকরিপ্রার্থীর পরিবার ও সহযোদ্ধাদের। রাজু দাস সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বিকাশবাবুরা মিথ্যা কেসের আধার করে আমাদের স্কুলে যাবার পথ দেড় বছর আটকে রেখেছেন। বিচারক ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছেন তাঁরা। টাকা উপার্জনের মাধ্যম হিসেবে দেখছেন এই মামলাকে। রাজ্য সরকার যখন চাকরি দিতে চাইছে, তখন বিরোধী আইনজীবীরা বাধা দিচ্ছেন। এই আইনজীবীরা প্রার্থীর হয়ে দাঁড়িয়ে চাকরির নির্দেশ করে দিচ্ছেন, আবার পরক্ষণেই চাকরি আটকে দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে মামলা করে। এভাবে নিয়োগ জট পাকাচ্ছেন তাঁরা। আর তার ফলেই মানসিক অবসাদে রোগভোগের পর বিনা চিকিৎসায় তিন বছরের শিশুকে ফেলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আলিপুরদুয়ারের খয়েরডাঙা কুমারগ্রামের বাসিন্দা প্রণী। ২০২২ সালের ২৬ নভেম্বর শারীরশিক্ষা বিষয়ে কুমারগ্রাম গার্লস হাইস্কুল বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি করা হল না তাঁর। প্রসঙ্গত, ২০১৬ সালের এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও নতুন মামলায় তা আটকে রয়েছে। নিয়োগের বিষয়ে রাজ্য সরকার শূন্যপদও তৈরি করেছিল। কিন্তু আইনি গেরোয় আটকে রয়েছে ওই নিয়োগ। কিন্তু নিয়োগ জটে এ-পর্যন্ত নিয়োগ আটকে থাকায় মানসিক অবসাদের ভুগছিলেন তিনি।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago