আমেরিকায় নির্বাচন: কোভিডে আক্রান্ত বাইডেন, একহাত নিলেন ট্রাম্পকেও

Must read

চলতি বছরের নভেম্বরেই নির্বাচন। তার আগে একাধিক ঘটনায় কার্যত উত্তপ্ত আমেরিকা। এরইমধ্যে কোভিডে আক্রান্ত জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউস সূত্রে খবর, প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখেই একেবারে গৃহবন্দি হতে হল তাঁকে। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ভালো আছেন।

এরপরেও নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। এক্স হ্যান্ডেলে প্রথম একটি পোস্টে বাইডেন (Joe Biden) লেখেন, ‘ইলন মাস্ক এবং তার ধনী বন্ধুরা এই নির্বাচন কেনার প্রচেষ্টা চালাচ্ছেন। যদি আপনারা সহমত হন, তাহলে প্রতিক্রিয়া জানান।’ ট্রাম্প ও মাস্কের ছবির মধ্যে লেখা, ‘ট্রাম্পকে পরাজিত করুন।’ এর পরের একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি অসুস্থ।’

আরও পড়ুন- ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ ২ জওয়ান

তবে বাইডেনের শরীরে কিছু সমস্যা দেখা দিলেও তিনি ইতিমধ্যে বুস্টার ভ্যাকসিন নিয়েছেন। যদিও আমেরিকার প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের সর্দি হয়েছে। পাশাপাশি বেশকিছু শারীরিক সমস্যার কথাও জানিয়েছেন ওই চিকিৎসক। যদিও বাইডেনের শ্বাসপ্রশ্বাসের হার এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।

Latest article