আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি-২০ বৈঠকের (G20 Summit) আসর বসতে চলেছে নয়াদিল্লিতে (New Delhi)। এই বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউস সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে দিল্লির বিমান ধরতে পারেন তিনি। রাষ্ট্রপ্রধান পর্যায়ের এই বৈঠকে এবার সভাপতিত্ব করছে ভারত। এর আগে মোদির আমেরিকা সফরেও বাইডেন (Joe Biden) জানিয়েছিলেন, তিনি সেপ্টেম্বরের জি-২০ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। বাইডেনের আসার বিষয়টি প্রায় নিশ্চিত হলেও জি-২০ গোষ্ঠীর আর এক গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এই বৈঠকে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে পুতিন দিল্লিতে এসে এই বৈঠকে যোগ দিলে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।
আরও পড়ুন- এবার সরাসরি লড়াই করবেন মাস্ক-জুকেরবার্গ