জোফ্রা, যশস্বী জেতালেন রাজস্থানকে

রাজস্থানের ২০৬ রানের টার্গেট শ্রেয়সদের জন্য কঠিন করে দেন জোফ্রা আর্চার। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে শ্রেয়স-সহ ৩টি উইকেট নিয়েছেন।

Must read

মালানপুর, ৫ এপ্রিল : আইপিএল ১৮-তে প্রথমবার ঘরের মাঠে খেলল পাঞ্জাব কিংস। মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রেয়স আইয়াররা অবশ্য  রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেলেন ৫০ রানে। শ্রেয়স বললেন, ১৮০ হবে ভেবেছিলাম। ওরা বেশি করল। তবে টুর্নামেন্টের শুরুতে হেরে ভালই হল। আমরা সতর্ক থাকব।

আরও পড়ুন-চিত্রনাট্য তৈরি পঙ্কজের ছাদে?

রাজস্থানের ২০৬ রানের টার্গেট শ্রেয়সদের জন্য কঠিন করে দেন জোফ্রা আর্চার। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে শ্রেয়স-সহ ৩টি উইকেট নিয়েছেন। শ্রেয়স ১০ রান করেন। পাঞ্জাব ইনিংসে একমাত্র বড় রান নেহাল ওয়াধেরার ৬২। এছাড়া ম্যাক্সয়েলের ৩০। ২০ ওভারে পাঞ্জাব ১৫৫/৯-এর বেশি যেতে পারেনি।
রিয়ান পরাগের হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফেরত নিয়ে সঞ্জু বেশ ভাল শুরু করেছিলেন শনিবার। কিন্তু ২৬ বলে ৩৮ করে ফার্গুসনের বলে শ্রেয়সকে ক্যাচ দিয়ে বেরিয়ে গেলেন। আউট হয়ে বিরক্তিতে ব্যাট ছুঁড়ে ফেলেছিলেন রাজস্থান অধিনায়ক। যশস্বী জয়সোয়ালকে (৬৭) নিয়ে প্রথম উইকেটে ৮৯ রান তুলে ফেলার পর সঞ্জু বড় রানের স্বপ্ন দেখছিলেন। পর অবশ্য সেটাই হয়েছে। রাজস্থান ২০ ওভারে তুলেছে ২০৫/৪।
বুড়ো আঙুলে চোট নিয়ে আইপিএল খেলছিলেন সঞ্জু। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসাবে খেলার অনুমতি দিয়েছিল। তাই প্রথম তিন ম্যাচে ধ্রুব জুরেল কিপিং করেন। সঞ্জু ইম্প্যাক্ট সাব হিসাবে ব্যাট করেছেন। এদিন ম্যাচের আগে তিনি বলেন, আমি পুরো ফিট। নর্মাল প্লেয়ারের মতো কিপিং করতে পারব ভেবে ভাল লাগছে।
সঞ্জুর পর যশস্বী ফিরে যান ফার্গুসনের বলে। ততক্ষণে অবশ্য ১২৩ রান তুলে ফেলেছিল রাজস্থান। এরপর ছিল নীতিশ রানার (১২) পালা। জেনসেন তাঁকে ফিরিয়ে দেন। নীতিশের ফর্ম ভাল যাচ্ছে না। রিয়ান (৪৩) ও হেটমেয়ার (২০) পরের দিকে দলকে টেনে নিয়ে গেলেন। কিন্তু সঞ্জু আর যশস্বীদের সেই টেম্পো আর রিয়ানদের সময় ছিল না। থাকলে ২০৫ নয়, আরও বেশি করত রাজস্থান।

Latest article