চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জনির

Must read

প্রতিবেদন : ইউরো খেলে সরাসরি এটিকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন। তাই জনি কাউকোকে নিয়ে সবুজ-মেরুন (Mohun Bagan) সমর্থকদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু শুরুতে হতাশ করলেও, লিগ যত গড়াচ্ছে, ততই নিজের জাত চেনাচ্ছেন বাগানের ফিনিশ মিডফিল্ডার। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তো অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন তিনি। নিজে একটি গোল করা ছাড়াও একটি গোল করিয়েছেন। টিমের একঝাঁক তারকার অনুপস্থিতে লিস্টন কোলাসোর সঙ্গে জুটি বেঁধে মাঝমাঠে ফুল ফুটিয়েছেন।

আরও পড়ুন – আমি কিন্তু ক্রিজের ভিতরেই আছি : বাটলার

সবুজ-মেরুন (Mohun Bagan) জার্সিতে প্রথম গোল যেমন কাউকোকে তৃপ্তি দিচ্ছে, তেমনই খেতাব জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন কাউকো। তিনি বলছেন, ‘‘আগে অনেক গোল করেছি। তবে সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোলের অনুভূতিটা অন্যরকম। মাঝে খুব কঠিন সময় কাটিয়েছি। অসুস্থতার জন্য প্রায় এক মাস ঘরে বন্দি ছিলাম। তবে মাঠে ফিরে নিজের সেরাটা দিতে পেরে ভাল লাগছে। এই ফর্ম ধরে রাখতে চাই।” তিনি আরও যোগ করেছেন, ‘‘আমাদের ফোকাস ধরে রাখতে হবে। পরের ম্যাচগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আমাদের যা শক্তি, তাতে যে কোনও দলকে হারাতে পারি। সত্যি কথা বলতে গেলে, এই দলে চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় রসদ মজুত আছে।”

এদিকে, নর্থইস্ট ম্যাচ জয়ের আমেজ ঝেড়ে ফেলে পরের খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন জুয়ান ফেরান্দো। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান। কাউকোদের কোচের বক্তব্য, ‘‘হাতে মাত্র দু’দিন সময়। তাই নর্থইস্ট ম্যাচের জয় ভুলে সামনের দিকে তাকাতে হবে।”

Latest article