বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মন্ত্রী হুমকি দিলেন, বিজেপিতে যোগ না দিলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বাড়ি। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের পঞ্চায়েত মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়ার (Mahendra Singh Sisodia) কথায় তৈরি হল বিতর্ক। চলতি বছরেই নির্বাচন মধ্যপ্রদেশে। গতবার ভোটে জিতে কংগ্রেস সরকার গঠন করলেও পরে গেরুয়া কারসাজিতে তা ভেঙে যায়। এরপর মধ্যপ্রদেশের রাশ নিজেদের হাতে নেয় বিজেপি।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক হাতে বক্তব্য রাখছেন মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া (Mahendra Singh Sisodia)। সেখানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, সময় হয়ে আসছে। এবার বিজেপির দিকে এগিয়ে আসুন। নইলে মামাজি কিন্তু বুলডোজার নিয়ে রেডি রয়েছেন। খুব সাবধান। ২০২৩ সালে ভোট আছে। বিজেপিই সরকার গঠন করবে। উল্লেখ্য, ভারতীয় রাজনীতিতে মামাজি বলে পরিচিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর পঞ্চায়েত মন্ত্রীর এমন বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে নাম না করেই এই কথা বলেছেন মধ্যপ্রদেশের পঞ্চায়েতমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মহেন্দ্র সিং সিসোদিয়ার আসল উদ্দেশ্য যে কংগ্রেস, তা দিনের আলোর মতো পরিষ্কার।
আরও পড়ুন: ৮-১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে সুইগি
অন্যদিকে, ঘটনায় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা হরিশঙ্কর বিজয়বর্গীয় বলেন, বিজেপি বুঝে গিয়েছে এবারও তারা ভোটে জিতে সরকার গড়তে পারবে না। তাই আগেভাগে বুলডোজারের ভয় দেখাতে চাইছে। তিনি আরও জানিয়েছেন, উনি নিজের ভাষায় সংযম আনুন। এই সমস্ত জবাব মানুষ নির্বাচনে দিয়ে দেবে। উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বুলডোজার এক অস্ত্র হয়ে উঠেছে। যোগীরাজ্যের উত্তরপ্রদেশের সঙ্গে কার্যত পাল্লা দিচ্ছে মামাজির মধ্যপ্রদেশও। এবার খোদ পঞ্চায়েত মন্ত্রীর মুখেও শোনা গেল বুলডোজার চালানোর হুঁশিয়ারি।