গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান ও কর্মীসভা

বিধানসভা ভোটের মুখে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। যোগদান কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক তৎপরতাও জোরদার চলছে।

Must read

পানাজি: বিধানসভা ভোটের মুখে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। যোগদান কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক তৎপরতাও জোরদার চলছে। প্রতিদিনই সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্থানীয় রাজনৈতিক কর্মী ও সমাজকর্মী যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবারও সেই ধারা বজায় রেখে গোয়ার বিশিষ্ট সমাজকর্মী সিওলা ভাস যোগ দিলেন তৃণমূলে। গোয়ায় দলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র, কো-ইনচার্জ সাংসদ সুস্মিতা দেব, সাংসদ লুইজিনহো ফালেরিও ও কিরণ কান্ডোলকারের উপস্থিতিতে দলের পতাকা গ্রহণ করেন সিওলা।

আরও পড়ুন-উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

পাশাপাশি এদিন গোয়ার সিওলিম সোডিয়াম পঞ্চায়েতের পাঁচ সদস্য তথা রাজনৈতিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। পি ডায়াস, অ্যান্থনি ডিসুজা ও শকুন্তলা গোলটেকারের সহ কয়েকজন এদিন দলে যোগ দেন। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার নির্বাচন। তার আগে প্রতিদিনই সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার গোয়ার নাভলিন পঞ্চায়েত এলাকায় সাংগঠনিক বৈঠক করেন দলীয় নেতৃত্ব। লুইজিনহো ফালেরিও, চার্চিল আলেমাও ও ভালাঙ্কা আলেমাওর নেতৃত্বে এই কর্মীসভা হয়। গোয়ার বর্তমান পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মসূচি ও আশু কর্তব্য নিয়ে আলোচনা হয়।

Latest article