প্রতিবেদন: সিপিএম ও বিজেপির শ্রমিক সংগঠন থেকে আইএনটিটিইউসি-তে (INTTUC) যোগদান। আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের হুগলি শ্রীরামপুর শাখার উদ্যোগে ও চাঁপদানি শহর আইএনটিটিইউসিও-র ব্যবস্থাপনায় অ্যাঙ্গাস জুটমিলের ১৭৫ জন সিটুর সদস্য ও ৩১ জন বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসের সদস্য শনিবার আইএনটিটিইউসি-তে (INTTUC) যোগদান করেন। উপস্থিত ছিলেন চাঁপদানির তৃণমূল বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুঁই-সহ অন্যরা। দিল্লিতে ব্যস্ত থাকায় আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টেলিফোনে যোগদানকারী শ্রমিককে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন- তৃণমূল নেতার রহস্যমৃত্যু