সংবাদদাতা, জলপাইগুড়ি ও কোচবিহার : কোচবিহার ও জলপাইগুড়িতে বাম-বিজেপি ছেড়ে নেতা-কর্মীরা দলে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Tmc)। শুক্রবার কোচবিহারে মিউনিসিপালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লইজ অ্যাসোসিয়েশনের ২৪ জন বামকর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের কর্মচারী ইউনিয়নে। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেন্দ্র বৈদ-সহ ইউনিয়নের সদস্যরা। বামকর্মী ইউনিয়ন ছেড়ে তৃণমূল ইউনিয়নে যোগদানকারি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
এদিনই কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস (Tmc) পার্টি অফিসে শুক্রবার দুপুরে এই যোগদান কর্মসূচি হয়েছে৷ কোচবিহার পুঁটিমারি ফুলেশ্বরী ১৯২ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য রেণুকা দাস যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এ নিয়ে ১৮৯তম যোগদান কর্মসূচি হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। একইভাবে জলপাইগুড়ির রাজগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পানিকৌড়ি অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা হিমানি মণ্ডল বিশ্বাস-সহ ৫০ জন সক্রিয় কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়। বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও মানবিক নেতৃত্বেই মানুষ আজ আশ্বস্ত। বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে। কাজের রাজনীতি করে না। তাই একের পর এক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। যাঁরা যোগ দিলেন, তাঁরা আগামিদিনে মানুষের পাশে থেকে জনসেবা করবেন— এটাই আমাদের আশা।
আরও পড়ুন- বিপুল সমর্থন নিয়ে ছাব্বিশেও ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…