প্রতিবেদন : স্থগিত রাখা জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেটের পরীক্ষা শুরু হচ্ছে ২৫ জুলাই৷ মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে কবে কোন পরীক্ষা হবে তা জানাল পরীক্ষা নিয়ামক সংস্থা। ২৫ জুলাই হবে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক সায়েন্স, আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স পরীক্ষা। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে পরীক্ষা। এরপর ২৬ জুলাই লাইফ সায়েন্স পরীক্ষা হবে। এদিন দুই ধাপে হবে পরীক্ষা। প্রথম পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এর পরেরটা হবে দুপুর তিনটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। ২৭ তারিখ হবে কেমিক্যাল সায়েন্স। এই পরীক্ষাটি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের দৌড় থামাল কাস্টমস
জানা গিয়েছিল এবার কম্পিউটার বেসড বা সিবিটির মাধ্যমে হবে ইউজিসি নেট পরীক্ষা। মূলত প্রশ্নফাঁস রুখতেই এই নয়া নিয়ম কার্যকরী করেছে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। অন্যদিকে ইউজিসি নেট জুন ২০২৪ সার্কেলের পরীক্ষা চলবে ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।