আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ রবিবার। গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বেড়েছে ২৫ শতাংশ

Must read

প্রতিবেদন : রাজ্যে (state) ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ (today) রবিবার। গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বেড়েছে ২৫ শতাংশ। এবছর মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসছেন। বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা হয়েছে ৩০৬।

আরও পড়ুন-দিনের কবিতা

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানিয়েছেন, এই পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে এরাজ্যে রয়েছে ৩০৩টি। বাকি তিনটির মধ্যে দু’টি ত্রিপুরায় অন্যটি অসমের শিলচরে। প্রতিটি কেন্দ্রেই বোর্ডের পর্যবেক্ষকরা থাকবেন। দুই অর্ধে পরীক্ষা হবে। প্রথমার্ধে সকাল ১১টা থেকে বেলা ১টা ও দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা চলবে।

Latest article