মুখ্যমন্ত্রীর উদ্যোগে জয়েন্টের দিন বদল

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই সায় দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। তাঁর আবেদনে সাড়া দিয়ে জয়েন্ট (Joint) এন্ট্রান্স মেইন-এর পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় জানান, এবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে পড়েছে সরস্বতী পুজো। ওইদিন ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সাথে উদযাপন করবে নেতাজির জন্মদিন। তারপর বাণীবন্দনায় সবাই মেতে উঠবে। তাই রাজ্যের তরফে এনটিএ-র কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী লেখেন, আমি ওইদিন পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম। এনটিএ এই প্রস্তাব মেনে নেওয়ায় ধন্যবাদ।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ছাত্রছাত্রীদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখের ব্যবস্থা করেছে। ফলে পড়ুয়ারা নেতাজি জয়ন্তী পালনের পাশাপাশি বাগদেবীর পুজো করার সুযোগ পাবে। একইসঙ্গে আমাদের শিক্ষার্থীদের অসুবিধাও দূর হবে। এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি জয়েন্টে মেইনের পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৯ জানুয়ারি হবে পেপার-২ পরীক্ষা। বিই, বিটেকের জন্য পেপার-১ পরীক্ষা দু’ধাপে হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। ২৯ তারিখ বি আর্ক (আর্কিটেকচার) পরীক্ষা হবে সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এদিন এনটিএ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ২৩ জানুয়ারির পরীক্ষার দিন বদল করা হয়েছে। তবে পরিবর্তিত সূচি জানানো হয়নি। এ বিষয়ে পরে দিন ঘোষণা করবে সংস্থা।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে বিশেষ ভূমিকা নেবে জেনজি

Latest article