প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই সায় দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। তাঁর আবেদনে সাড়া দিয়ে জয়েন্ট (Joint) এন্ট্রান্স মেইন-এর পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় জানান, এবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে পড়েছে সরস্বতী পুজো। ওইদিন ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সাথে উদযাপন করবে নেতাজির জন্মদিন। তারপর বাণীবন্দনায় সবাই মেতে উঠবে। তাই রাজ্যের তরফে এনটিএ-র কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী লেখেন, আমি ওইদিন পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম। এনটিএ এই প্রস্তাব মেনে নেওয়ায় ধন্যবাদ।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ছাত্রছাত্রীদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখের ব্যবস্থা করেছে। ফলে পড়ুয়ারা নেতাজি জয়ন্তী পালনের পাশাপাশি বাগদেবীর পুজো করার সুযোগ পাবে। একইসঙ্গে আমাদের শিক্ষার্থীদের অসুবিধাও দূর হবে। এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি জয়েন্টে মেইনের পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৯ জানুয়ারি হবে পেপার-২ পরীক্ষা। বিই, বিটেকের জন্য পেপার-১ পরীক্ষা দু’ধাপে হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। ২৯ তারিখ বি আর্ক (আর্কিটেকচার) পরীক্ষা হবে সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এদিন এনটিএ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ২৩ জানুয়ারির পরীক্ষার দিন বদল করা হয়েছে। তবে পরিবর্তিত সূচি জানানো হয়নি। এ বিষয়ে পরে দিন ঘোষণা করবে সংস্থা।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে বিশেষ ভূমিকা নেবে জেনজি
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…