পুরোনো ওবিসি বিধি মেনেই ফল প্রকাশ জয়েন্টের

Must read

প্রতিবেদন : পুরোনো ওবিসি-বিধি (OBC) মেনেই ফল প্রকাশ করতে হবে জয়েন্ট এন্ট্রান্সের। বোর্ডের নতুন করে প্যানেল তৈরি করতে হবে। বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানান, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি নিয়ে হবে নতুন প্যানেল। ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে। বৃহস্পতিবার জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু সকালে আদালত জানায়, ওবিসি (OBC) ‘এ’ ও ‘বি’ অনুযায়ী যে মেধা তালিকা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। উল্লেখ্য, ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ৬৬ সংরক্ষণ মেনে ওবিসি তালিকা অনুযায়ী মেধা তালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিছু তথ্য জমা দিয়েছিল। সেটা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। এদিন ফের শুনানি হয়। এদিন রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে। আদালতের এই রায় জানাতে হবে রাজ্যের মুখ্যসচিবকে। বিচারপতি জানান, হাইকোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হল। তৃণমূল কংগ্রেস এ-প্রসঙ্গে বলে, এই সরকার যে-কোনও কাজই সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে। কিন্তু কিছু লোক কারণে-অকারণে মামলা করে সবকিছুতেই আইনি জটিলতা তৈরির চেষ্টা করছে। সেটা কারা করছে তা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন।

আরও পড়ুন- বাংলায় বাংলা ছবিকেই আরও গুরুত্ব, খুশি সকলে

Latest article