জট কাটিয়ে ৭ অগাস্ট জয়েন্টের ফল প্রকাশ

ওবিসি (OBC) জট কেটে তিনমাসেরও বেশি সময় পর প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল।

Must read

ওবিসি (OBC) জট কেটে তিনমাসেরও বেশি সময় পর প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার জটের জন্য আটকে ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশ। বৃহস্পতিবার বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ফল প্রকাশের দিন ঘোষণা করলেন। আগামী ৭ আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। গত ২৭ এপ্রিল ইঞ্জিনিয়ারিং জয়েন্টের পরীক্ষা হয়েছিল।

আরও পড়ুন-হায়দরাবাদ বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা

প্রসঙ্গত, ওইদিন স্নাতক স্তরে ভর্তির প্রথম পর্যায়ের ফলও প্রকাশিত হবে। এদিন তিনি জানান, এতদিন ওবিসি মামলার জন্য ফল প্রকাশ করা যায়নি। তবে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ পেয়েই প্রস্তুতি শুরু করেছে বোর্ড। আজ বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত পরীক্ষার্থীরা বোর্ডের দেওয়ার লিংকে নিজেদের জাতিগত শংসাপত্র আপডেট করতে পারবে। এরপর সেই আপডেটেড তথ্য নিয়েই বোর্ড ৭ আগস্ট ফল প্রকাশ করবে। ইতিমধ্যেই এই নিয়ে প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

Latest article