শহরে এলেন জর্ডন

ডুরান্ড কাপে মুম্বই সিটির মতো শক্তিশালী দলকে হারানোর রাতেই শহরে পা রাখেন এই স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় সেন্ট্রাল মিডফিল্ডার।

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গলের জন্য যেন সৌভাগ্য বয়ে আনলেন জর্ডন ও’দোহার্টি। ডুরান্ড কাপে মুম্বই সিটির মতো শক্তিশালী দলকে হারানোর রাতেই শহরে পা রাখেন এই স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় সেন্ট্রাল মিডফিল্ডার। এশীয় কোটায় ষষ্ঠ বিদেশি হিসেবে লাল-হলুদে সই করেছেন তিনি। দেশে বসেই টেলিভিশনের পর্দায় যুবভারতীতে ডার্বির উত্তেজনা উপভোগ করেছেন জর্ডন। স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের নতুন অতিথি মুগ্ধ দর্শকঠাসা স্টেডিয়ামে ডার্বি দেখে। কলকাতা বিমানবন্দরে নেমে জর্ডন বলেন, ‘‘ডার্বি দেখেছে প্রায় ৭০ হাজার দর্শক। এখানকার মানুষের ফুটবলের প্রতি আবেগ সত্যিই আলাদা।’’ মুম্বইকে হারিয়ে ইস্টবেঙ্গল মরশুমের প্রথম জয় পাওয়ায় খুশি অস্ট্রেলীয় মিডফিল্ডার।

আরও পড়ুন-বিজেপির গোষ্ঠীকোন্দল, জেলা অফিসে নেতায়-নেতায় মারপিট

মুম্বইয়ের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে দল ছন্দে ফিরেছে। স্বস্তি পেলেও তৃপ্ত নন কোচ স্টিফেন। বলেছেন, ‘‘গোল করলেও নিজেদের ভুলে আমাদের গোল খেতে হচ্ছে। রক্ষণের ভুলত্রুটিগুলি খুব তাড়াতাড়ি শুধরে নিতে হবে।’’ ক্লিটন সিলভা, সুমিত পাসির গোল পাওয়া নিয়ে স্টিফেন বলেন, ‘‘ক্লিটন খুব ভাল ফুটবলার। ও আরও অনেক গোল করবে। তবে পাসিকে নিয়ে কে কী বলল, তা নিয়ে আমি ভাবতে চাই না। ও খুব কার্যকরী ফুটবলার। একাধিক পজিশনে খেলে। এমন ফুটবলারকে দলে সব সময় প্রয়োজন হয়। ডার্বির ভুল কিন্তু শুধরে নিয়েছে পাসি।’’

Latest article