প্রতিবেদন : বিজেপি-শাসিত রাজ্যে ফের বাক্ স্বাধীনতা হরণের চেষ্টা! যোগীরাজ্য উত্তরপ্রদেশে দিনেদুপুরে কুপিয়ে খুন হতে হল সাংবাদিককে (Journalist_uttar_Pradesh)। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজে একেবারে প্রকাশ্যে বছর ৫৪-এর সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পুকে একাধিকবার ছুরির কোপে খুন করে একদল দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় সাংবাদিককে উদ্ধার করে স্বরূপরানি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসার ন্যূনতম সুযোগ না পেয়ে হাসপাতাল পৌঁছনোর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সাংবাদিকের। কিন্তু তদন্তে নেমে এখনও পর্যন্ত কী কারণে সাংবাদিককে খুন করা হল, তাই ধরতে পারেনি পুলিশ! এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন রাজ্যে সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা! আর বাংলায় বজায় অবাধ গণতান্ত্রিক বাক্ স্বাধীনতা।
আরও পড়ুন-ভগৎ সিংয়ের সঙ্গে হামাসের তুলনা কংগ্রেস সাংসদের! দেশজুড়ে বিতর্ক
জানা গিয়েছে, প্রয়াগরাজের সাংবাদিক (Journalist_uttar_Pradesh) পাপ্পু গতকাল সন্ধ্যায় সিভিল লাইনস এলাকার একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন। সেইসময় আচমকাই তাঁর উপর চড়াও হয় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এলোপাথাড়ি ছুরির কোপে ক্ষতবিক্ষত হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন রক্তাক্ত সাংবাদিক। কিন্তু যোগীরাজ্যে আচমকা কেন এমন মর্মান্তিক পরিণতি হল সাংবাদিকের? খুনের নেপথ্যে কোন রহস্য আছে? এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি প্রয়াগরাজের পুলিশ। অ্যাডিশনাল ডেপু্টি কমিশনার পুষ্কর ভার্মা জানিয়েছেন, প্রয়াত সাংবাদিক হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো। কিন্তু পাপ্পুকে কেন খুন করা হল, তার কোনও উত্তর নেই পুলিশের কাছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই মূল অভিযুক্ত বিশাল নামে এক যুবক পালাতে গিয়ে পায়ে গুলি খেয়ে পুলিশের জালে ধরা পড়ে। সঙ্গে আরও দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বাংলায় বিভিন্ন সংবাদ চ্যানেলের প্যানেলে বসে সস্তার প্রচার পেতে যে বিজেপি নেতারা বাংলার প্রশাসনকে কারণে-অকারণে কলুষিত করার চেষ্টা করেন, তারা ডবল ইঞ্জিন রাজ্যে সাংবাদিকের বাক্ স্বাধীনতা হরণ কিংবা নিরাপত্তাহীনতা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, প্রয়াগরাজে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে খুন করে দেওয়া হল! আর বাংলায় অবাধ গণতান্ত্রিক স্বাধীনতা। বাংলায় যেকোনও কাগজ, চ্যানেলে যেকোনও বক্তা যা ইচ্ছে বলতে পারেন। কিন্তু বিজেপি রাজ্যে সাংবাদিককে খুন হতে হয়। এর আগেও দেখেছি কীভাবে বিজেপি জমানায় সাংবাদিকদের গায়ে হাত উঠেছে! বিজেপির একতরফা চূড়ান্ত বিকৃত মিথ্যা কুৎসা-অপপ্রচারের পরও বাংলায় আমরা চাই, সবাই সুস্থ শরীরে ভালভাবে থাকবে। আর অন্য রাজ্যে একটু বেসুরো হলেই কুপিয়ে খুন! একবার নয়, বারবার।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…