দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক

বোর্ডের চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের সাক্ষাৎকারও নিতে পারবেন না। সবক’টি রাজ্য সংস্থার কাছেও এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে।

Must read

নয়াদিল্লি, ৪ মে : ঋদ্ধিমান সাহাকে হুমকির জের। অভিযুক্ত সাংবাদিককে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই সময়কালে ওই সাংবাদিক বোর্ড আয়োজিত কোনও ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে বেসরকারি হাসপাতালের কর্মচারীদের হাতে সাংবাদিক আক্রান্ত ; ভিডিও ভাইরাল

বোর্ডের চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের সাক্ষাৎকারও নিতে পারবেন না। সবক’টি রাজ্য সংস্থার কাছেও এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বোর্ডের তরফ থেকে আইসিসি-কে অনুরোধ জানানো হবে ওই সাংবাদিককে নির্বাসিত করার জন্য।
গত ২২ ফেব্রুয়ারি ঋদ্ধিমান ট্যুইট করে ওই সাংবাদিকের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন। এর পরেই গোটা ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিসিআই।

Latest article