প্রকাশ্যেই চলল গুলি, যোগীরাজ্যে সুরক্ষিত নয় সাংবাদিকরাও

গুলিবিদ্ধ দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার কালিয়ারি বাজারে

Must read

প্রতিবেদন : যোগীর রাজ্য উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে বারেবারেই অভিযোগ উঠেছে। বেহাল আইনশৃঙ্খলার অভিযোগ যে একেবারেই ভুল নয় ফের তার প্রমাণ মিলল। যোগীরাজ্যে সাংবাদিকরাও সুরক্ষিত নন। শাসক দলের মদতে সাংবাদিকের কণ্ঠরোধ করতেও হাত কাঁপে না দুষ্কৃতীদের। প্রকাশ্যে ভরা বাজারে দুই সাংবাদিকদের উপর গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার কালিয়ারি বাজারে।

আরও পড়ুন-চাইছেন স্পিকার

পুলিশ জানিয়েছে, ওই দুই সাংবাদিক স্থানীয় একটি হিন্দি সংবাদপত্রে কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই সাংবাদিক কালিয়ারি বাজারে একটি চায়ের দোকানে টিফিন করছিলেন। সে সময় দুই দুষ্কৃতী বাইকে করে এসে সাংবাদিকদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। গুলিতে জখম ওই দুই সাংবাদিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বারাণসীর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । তবে কেন সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হল সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।

আরও পড়ুন-বাড়ছে সুদের হার

ঘটনা প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার প্রণব শ্রীবাস্তব বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামসুন্দর পাণ্ডে ও লাড্ডু পাণ্ডে নামে দুই সাংবাদিক একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময়ই বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Latest article