প্রতিবেদন : এবার বাংলাদেশের জাতীয় স্লোগান হল ‘জয় বাংলা’ (Joy Bangla) । আন্তর্জাতিক ভাষাদিবস পালনের আগে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। সেই বৈঠকেই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত গৃহীত হয়। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে হাসিনা সরকার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে।
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠকে সোমবারের ভাষা দিবস পালন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আলোচনা করা হয় দেশের জাতীয় স্লোগান নিয়েও। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় বাংলাদেশের জাতীয় স্লোগান হবে ‘জয় বাংলা’ (Joy Bangla)। বৈঠক শেষ হওয়ার পর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, খুব শীঘ্রই সরকার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে। দেশের সমস্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবিধানিক কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহার করতে হবে। তিন থেকে চারদিনের মধ্যেই জয় বাংলাকে জাতীয় স্লোগান করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে আনোয়ারুল জানান।
আরও পড়ুন – প্রচারে কোণঠাসা গোঁজেরা
উল্লেখ্য, ২০১২ সালে আবদুল বাতেন এবং ২০১৭ সালে ড. বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার জন্য আদালতে রিট আবেদন করেছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ১৯ মার্চ আদালত জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে রায় দেয়। আদালত তিন মাসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছিল। যদিও তা হয়নি। অবশেষে আদালতের সেই সিদ্ধান্তকেই ঐতিহাসিক ভাষাদিবসের আগে কার্যকর করল শেখ হাসিনা সরকার।