সংবাদদাতা, বর্ধমান : বর্ধমানের পুজো কার্নিভালে এলেন হিন্দি চলচ্চিত্র অভিনেতা গুলশন গ্রোভার এবং অভিনেত্রী মহিমা চৌধুরি। বর্ধমানে কার্নিভাল দেখে রীতিমতো উচ্ছ্বসিত দুই অভিনেতা-অভিনেত্রী। এবছর কার্নিভালে ২৮টি পুজো কমিটি অংশ নিয়েছে। এদিন বর্ধমান কার্জন গেটের সামনে মূল কার্নিভাল মঞ্চে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক আয়েষা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস-সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক, পুর কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা। মহিমা জানিয়েছেন, রাজ্যে এই ধরনের কার্নিভালের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। বাংলার দুর্গাপুজো গোটা বিশ্বে সমাদৃত। গুলশন জানান, বাংলা হল কৃষ্টি ও সংস্কৃতির পীঠস্থান। যার ঐতিহ্য রন্ধ্রে রন্ধ্রে। এরপর দু’জনই ‘জয় বাংলা’ স্লোগানও দেন একসঙ্গে।
আরও পড়ুন-ওরা সহজে রান দেয়নি : হরমন
এই পুজো কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের ৩ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কার্নিভালের থিম সম্পর্কে পুজো উদ্যোক্তারা তাঁদের পারফরম্যান্স তুলে ধরেন। এদিন বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে এই কার্নিভালের উদ্বোধন করেন গুলশন গ্রোভার এবং মহিমা চৌধুরী। বড়নীলপুর মোড় থেকে স্টেশন পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, দুর্গাপুজো আজ বিশ্ববন্দিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন।