প্রতিবেদন: শুনানি পর্ব নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে প্রতিদিন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, শুনানি নিয়ে চরম হেনস্থার অভিযোগ তুলেছেন। এবার এই হিয়ারিং পর্ব নিয়েই শোরগোল। কারণ, খসড়া তালিকায় নাম থাকার সত্ত্বেও শুনানির জন্য ডাকা হল বিশিষ্ট কবি জয় গোস্বামীকে (joy goswami)। সম্প্রতি কবির একটি অস্ত্রোপচার হয়েছে এর মধ্যে এই তলব প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কবির স্ত্রী কাবেরী গোস্বামী। তিনি জানিয়েছেন, সোমবার কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়। পরিবারের সদস্য তিনজন। জয়, কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী। এনুমারেশন ফর্ম জমা করেছিলেন নিয়ম মেনে। খসড়া তালিকায় নাম এসেছিল। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ছিলেন তাঁরা। কিন্তু আচমকা ফোন সোমবার। জয় (joy goswami) অসুস্থ। নভেম্বরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। অস্ত্রোপচার করানো হয়। এখনও সুস্থ হয়ে ওঠেননি।
আরও পড়ুন- দলে অহংকারী, ইগো আছে এমন লোককে রাখব না, সাফ বার্তা দলনেত্রীর

