প্রতিবেদন : হায়দরাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে বৃহস্পতিবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামছে মোহনবাগান (ATK Mohun Bagan- Jameshedpur FC)। প্রতিপক্ষ লিগ টেবলে নিচের দিকে থাকা দল জামশেদপুর এফসি। ঘরের মাঠে এবারের আইএসএলে প্রায় ৯০ শতাংশ সফল জুয়ান ফেরান্দোর দল। প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি-র কাছে হারের পর যুবভারতীতে আর কোনও ম্যাচ হারেনি সবুজ-মেরুন। তাই বৃহস্পতিবার আরও একটা হোম ম্যাচ জিতে লিগ টেবলে প্রথম তিনে উঠে আসতে মরিয়া জুয়ানের দল।
তবে চোট-আঘাত ও কার্ড সমস্যায় জেরবার মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধেও পাবে না মনবীর সিংকে। ভারতীয় স্ট্রাইকারকে খেলানোর চেষ্টা হলেও ম্যাচের আগের দিন বাগানের স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, মনবীরকে এই ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না। তবে রক্ষণ নিয়ে চিন্তা কিছুটা বেড়েছে। কারণ, কার্ড সমস্যায় এই ম্যাচে অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল খেলতে পারবেন না। তাঁর জায়গায় কার্ল ম্যাকহিউকে খেলাতে পারেন জুয়ান। হ্যামিলহীন রক্ষণকে নতুন করে সাজাতে হচ্ছে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচকে।
আরও পড়ুন-দলীয় সাংসদের সঙ্গে বৈঠকের পরে ফের কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
তবে যুবভারতীতে দর্শক সমর্থন সঙ্গে থাকবে বলেই আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান (ATK Mohun Bagan- Jameshedpur FC)। দলের প্রাণভ্রোমরা হুগো বুমোস বললেন, ‘‘চেন্নাইয়িন ম্যাচ ছাড়া আমরা যুবভারতীতে একটাও ম্যাচ হারিনি। এটা আমাদের বাড়তি সুবিধা। আমাদের দলে চোট-আঘাত, কার্ড সমস্যা একটু বেশিই। তবে আমাদের পরিবর্ত খেলোয়াড়রা সব খামতি দূর করে দিতে নিজেদের সেরাটা উজাড় করে দেয়।’’ দলের সিনিয়র ডিফেন্ডার তথা অধিনায়ক প্রীতম কোটাল বললেন, ‘‘শেষ দু’টি ম্যাচে আমরা কোনও গোল খাইনি। কার্ড সমস্যায় হ্যামিল না থাকলেও আশা করি, এই ম্যাচ আমরা জিতব।’’