কৃষ্ণদের তিন গোলের টার্গেট দিলেন জুয়ান

Must read

প্রতিবেদন : হায়দরাবাদ এফসি-র কাছে আইএসএলের প্রথম পর্বের সেমিফাইনাল ১-৩ গোলে হেরে ফাইনালের রাস্তা কঠিন ফেলেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু বুধবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ জিতে রবিবার মেগা ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। সোমবার থেকে ফিরতি লেগের সেমিফাইনালের জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করল জুয়ান ফেরান্দোর দল। সূত্রের খবর, টিম মিটিংয়ে ফুটবলারদের জন্য তিন গোলে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন বাগানের স্প্যানিশ গুরু।

আরও পড়ুন – বড় জয়ে তিনে উঠল বার্সেলোনা

ওগবেচেদের বিরুদ্ধে রক্ষণ শক্তিশালী করার দিকে নজর দিচ্ছেন জুয়ান। আগের ম্যাচে চোট পাওয়া তিরিকে নিয়ে সংশয় থাকলেও স্প্যানিশ সেন্টার ব্যাকের চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। বুধবারের ম্যাচে তিরিকে খেলাতে মরিয়া দল। হায়দরাবাদের গোলমেশিন ওগবেচের জন্য কড়া জোনাল মার্কিংকে অস্ত্র করা হতে পারে। বিপক্ষের নাইজেরিয়ান স্ট্রাইকারকে কোনওভাবেই বক্সের আশপাশে জায়গা দিতে চান না রয় কৃষ্ণদের কোচ। নিজেদের ভুলে গোল খাওয়া চলবে না, এই বার্তাই ডিফেন্ডারদের বারবার দিচ্ছেন বাগান (Mohun Bagan) কোচ। একই সঙ্গে আক্রমণাত্মক ফুটবল খেলে শুরুতেই গোল তুলে নেওয়ার লক্ষ্য থাকবে দলের। হায়দরাবাদ রক্ষণকে চাপে রাখতে ফিট হুগো বোউমাসকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুন কোচের। জানা গিয়েছে, সোমবারের অনুশীলনে মূল দলে হুগোকে রেখেই মহড়া সেরেছেন জুয়ান। মঙ্গলবার আরও একবার টিম কম্বিনেশন পরখ করে নেবেন তিনি।

দলে ক্লান্তি, চোট-আঘাত সমস্যা থাকলেও এই পর্যায়ে এসে তা নিয়ে ভাবতে রাজি নন মোহনবাগান কোচ। বরং হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করাই লক্ষ্যে দলকে চাঙ্গা রাখছেন স্প্যানিশ কোচ।

Latest article