প্রতিবেদন : বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মাস্টারমশাইদের কাছ থেকে মানুষ শিক্ষকসুলভ আচরণ আশা করেন। সেটাই করা উচিত। বিকাশ ভবনে দুই শিক্ষকের মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, পুলিশ যাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তাদের যেতে হবে। যাঁরা বিকাশ ভবনে চাকরির জন্য আসছেন, তাঁদের আটকানো যাবে না। যেভাবে আন্দোলনের নামে সন্তানসম্ভবাকে আটকে রাখা হয়েছিল সেটাও সমর্থনযোগ্য নয়। রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বলেন, সংযত আচরণ না করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
আরও পড়ুন- দুর্যোগ মোকাবিলায় আগাম ব্যবস্থা, ব্লক স্তরে কন্ট্রোল রুম