বঙ্গ

একুশে জুলাই : শ্রদ্ধা ও আবেগের জবাব তৃণমূলের

প্রতিবেদন : হাইকোর্টের কথার উপরে কোনওরকম মন্তব্য না করে একুশে জুলাইয়ের আবেগ ও শ্রদ্ধার জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের স্পষ্ট কথা, একুশে জুলাইয়ের কর্মসূচির সঙ্গে অন্য কোনও কর্মসূচি মিলিয়ে দেখা যায় না। যেতে পারে না। বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যার ঘটনা হয়েছে ১৯৯৩ সালে ২১ জুলাই। পুলিশ বেছে বেছে নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে। শহিদদের স্মৃতিতর্পণের সঙ্গে অন্য কোনও রাজনৈতিক কর্মসূচি মেলে না। এ-বিষয়ে মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ তৃণমূল ভবনে সাংবাদিকদের বলেন, এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা আবেগ। চোখে জল, বুকে আগুন এবং ইতিহাসের পাতার সামনে রেখে শহিদদের পুষ্পস্তবক দেওয়ার দিন। ফলে মহামান্য কোর্টের যদি মনে হয় কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা থাকবে, তবে অন্য দল যখন মিছিল-মিটিং করছে, কেউ নবান্ন অভিযান ডাকছে, উত্তরকন্যা অভিযান ডাকছে তখন বলতে পারছেন না! প্রতিবার বেছে বেছে একুশে জুলাইয়ের দিনটা মুছে দিতে চায় কারা! যারা অন্তরাত্মায় সিপিএম। সিপিএম নেতাদের তাদের পাপ তাদের সন্ত্রাস। প্রত্যেকটি পেশার মধ্যেও একজন-দু’জন কমরেডদের, সিপিএমের আত্মা থেকে গেছে। আমি কিন্তু কারও সম্পর্কে কিছু বলছি না। কুণালের সংযোজন, অনেকের টার্গেট ২১শে জুলাই। একুশে জুলাই কতগুলো মৃতদেহ? মেয়ো রোড – ধর্মতলা- ব্রেবোর্ন রোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা। কোর্ট যা বলছে প্রশাসন দেখছে। রাজ্য সরকার দেখবে। দল দেখবে।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর সভার পর লন্ডভন্ড স্টেডিয়াম

একুশে জুলাই দিনটা শহিদ তর্পণ। আবেগ এবং গণতন্ত্রে একুশে জুলাইয়ের ঘটনাটা প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার দিন। সিপিএমের তো কলঙ্কের রেকর্ডের শেষ নেই। সব থেকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। বাংলার ইতিহাসে সবথেকে বড় সন্ত্রাস। রশিদ কেলেঙ্কারি। লালবাজার, রাইটার্সের থেকে ১০০ মিটার দূরে একটা আস্ত বাড়ি উড়ে গেল জাস্ট আরডিএক্স ব্লাস্ট করে। বিজন সেতুর ওপর আনন্দমার্গী সন্ন্যাসী হত্যা। বাংলার বৃহত্তর গণহত্যা নেতাই। মোট মৃত ন’জন। চারজন গৃহবধূ। এগুলো যারা ভুলিয়ে দিতে চাইছে, একটা দিন বছরে একুশে জুলাই। একটা রাজনৈতিক আন্দোলনের পূর্বসূরি যাঁরা ছিলেন, সবাই সেদিন তাঁদের শ্রদ্ধা জানাতে চায়। আশা করি রাতের বেলা সানগ্লাস পরে কেউ বিচার করবেন না। অন্যরা যখন রাস্তা আটকে নবান্ন চলো- তমুক চলো এসব করে তখন এগুলোকে যেন মনে রাখা হয়।
দলের সাফ কথা, যে যাই করুক, এগুলো অপ্রাসঙ্গিক পরিবর্তন পরিণত হবে। মানুষ মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা করেন, সম্মান করেন, শহিদদের শ্রদ্ধা জানাতে চান। কে কোথায় কী করছে, কে কোথায় কী বলছে— একটা বড় যখন স্রোত আসে তখন এই অপচেষ্টাগুলো নষ্ট হয়ে যায়।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago