হাসপাতালে আক্রান্ত জুনিয়র ডাক্তার, যোগীরাজ্যে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা

চিকিৎসকেরা সরব হতেই ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত পালিয়ে যায়। প্রশ্ন ওঠে হাসপাতাল চত্বরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে।

Must read

পরিস্থিতি বিরূপ হলেই ডাক্তারদের ওপর আক্রমণের চিত্র বদলায়নি। বাংলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যোগীরাজ্যে বিশৃঙ্খলা তুঙ্গে। এবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) মিরাটে (Meerut) কর্মবিরতির ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ হয়ে গেল ইমার্জেন্সি পরিষেবাও। রোগী পরিবারের হাতে এক জুনিয়র ডাক্তার নিগৃহীত হওয়ার পরেই প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। তাদের সাফ দাবি, অভিযুক্ত গ্রেফতার না হলে গণ ইস্তফা দেবেন চিকিৎসকরা। মিরাটের লালা লাজপত রাই মেডিক্য়াল কলেজে সোমবার রাতে এক মৃতপ্রায় মহিলাকে নিয়ে আসা হয়। ইমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা পরীক্ষা করার পর মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এরপরই রোগী পরিবার চিকিৎসকদের উপরে চড়াও হয়। চিকিৎসকদের সঙ্গে রোগী পরিবারের বাকবিতন্ডা শুরু হয়। একজন অক্সিজেন সিলিন্ডার খোলার স্প্যানার দিয়ে এক জুনিয়র চিকিৎসকের মাথায় বেশ একাধিকবার আঘাত করে।

আরও পড়ুন-চেনা ছন্দে বৃষ্টি উপেক্ষা করেই ঘাটে ঘাটে পিতৃতর্পণ

চিকিৎসকেরা সরব হতেই ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত পালিয়ে যায়। প্রশ্ন ওঠে হাসপাতাল চত্বরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। সুরক্ষা প্রদানে গাফিলতি ও অভিযুক্তের দ্রুত শাস্তির দাবিতে তাই এবার কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। হাসপাতালের গেটেই তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। সূত্রের খবর, সোমবার রাতে কয়েকজন এসে হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে এক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। হাসপাতালেই থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত কাজে ফিরতে নারাজ চিকিৎসকরা। বোঝানো হলেও নিজেদের দাবিতে তারা অনড়।

Latest article