সংবাদদাতা, হাওড়া : জাঁকজমকে মা’কেও টেক্কা দেয় হাওড়ার খালনার লক্ষ্মীপুজো। এবার সেই দুর্গাপুজোর কার্নিভালের ঢঙেই খালনার লক্ষ্মীপুজোতেও বর্ণাঢ্য কার্নিভাল। এলাকার বিধায়ক সুকান্ত পালের পরিকল্পনা এবং উদ্যোগেই মঙ্গলবার এই কার্নিভালের আয়োজন করা হয়। এলাকার ১২টি লক্ষ্মীপুজো কার্নিভালে অংশ নেয়। এখানে বাংলার বিভিন্ন লোকসংস্কৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। কালিকাপাথারি, ছৌনাচ থেকে শুরু করে গ্রাম-বাংলার বিভিন্ন লোকশিল্প প্রদর্শিত হয়। মহিলা ঢাকিরা হাজির ছিলেন।
আরও পড়ুন-জল জমলেই বাড়ির মালিককে নোটিশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া বাংলার বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিও ফুটিয়ে তোলা হয়। এলাকার বিধায়ক সুকান্ত পাল ছাড়াও জেলা প্রশাসনের ও পুলিশের পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন এদিনের কার্নিভালে। খালনার রামকৃষ্ণ সেবাশ্রমের সামনে থেকে শুরু হয়ে প্রায় দু’কিলোমিটার পথ গিয়ে পঞ্চায়েত মার্কেটের কাছে শেষ হয় বর্ণাঢ্য ওই কার্নিভাল। লক্ষ্মীপুজোর ভাসান উপলক্ষে আয়োজিত এই কার্নিভাল দেখতে এলাকার বহু মানুষও ভিড় করেছিলেন। কার্নিভালকে ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা।