প্রতিবেদন : তাঁর ক্লাব আই লিগ টু-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আগামী মরশুমে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন ট্রফি হাতে ছবি পোস্ট করে আগামীর বার্তা দিলেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে লেখা, ‘গর্ব বাংলার, ডায়মন্ড হারবার’। পোস্টে অভিষেক লিখেছেন, ‘‘স্বপ্ন থেকে বাস্তবে। ডায়মন্ড হারবার এফসি হল আই লিগ ‘টু’ চ্যাম্পিয়ন। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্ত আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। এটা সবে শুরু।’’
আত্মপ্রকাশের মাত্র তিন বছরের মধ্যেই স্বপ্নের উড়ানে ঐতিহাসিক সাফল্য। উচ্ছ্বসিত সাংসদ তথা ক্লাবের কর্ণধার ট্রফি হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ‘চ্যাম্পিয়ন’ লেখা ডায়মন্ড হারবারের জার্সি পরেই। তাতে লেখা ‘এবি’।
আরও পড়ুন-রক্তারক্তিতে ‘লাল’ কসবায় সিপিএমের পার্টি অফিস
আই লিগে খেলার যোগ্যতা অর্জন করায় চ্যাম্পিয়ন দলের কোচ, ফুটবলারদের নিয়ে আজ, রবিবার ডায়মন্ড হারবার জুড়ে রোড শো হওয়ার কথা ছিল। বাটানগর স্টেডিয়ামে ফুটবলারদের সংবর্ধনারও পরিকল্পনা ছিল। সেখানে থাকার কথা ছিল স্বয়ং অভিষেকের। কিন্তু পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে বিজয়োৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেন অভিষেক। শনিবারই নৈহাটি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে ট্রফি হাতে তুলেছে দল। আর এদিন সেই ট্রফির স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ক্লাবের কর্ণধার।