অসুস্থ বিচারপতি বিআর গাভাই, ভর্তি দিল্লির হাসপাতালে

তেলেঙ্গানা (Telangana) সফরে গিয়ে বিপত্তি।

Must read

তেলেঙ্গানা (Telangana) সফরে গিয়ে বিপত্তি। সংক্রমণের ফলে দিল্লির হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সংক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অসুস্থতার কারণে আজ এবং আগামিকাল শীর্ষ আদলতের সমস্ত রকম কাজ থেকে অব্যহতি নিচ্ছেন তিনি। প্রধান বিচারপতি চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন এবং আশা করা হচ্ছে যে তিনি এক বা দুই দিনের মধ্যে ছাড়া পেয়ে আবার তিনি দায়িত্ব পালন শুরু করবেন।

আরও পড়ুন-বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন তৃণমূল কংগ্রেস নেতা

১২ জুলাই নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণ দিতে প্রধান বিচারপতি হায়দ্রাবাদে ছিলেন। একই দিনে গাভাই হায়দ্রাবাদে “বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর-গণপরিষদ-ভারতের সংবিধান” শীর্ষক একটি বিশেষ ডাক খাম এবং “ভারতের সংবিধানে শিল্প ও ক্যালিগ্রাফি” শীর্ষক ছবির পোস্টকার্ডের একটি সেট প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রচ্ছদ এবং তথ্যপত্রে আম্বেদকরের জীবন এবং ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদানের একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এতে কেন্দ্র কর্তৃক প্রকাশিত বিভিন্ন ডাকটিকিট এবং মুদ্রাও প্রদর্শিত হয়েছে।

Latest article