বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সব মামলা সরানোর আবেদন বারের

Must read

প্রতিবেদন : ভরা এজলাসে গাউন খুলিয়ে এক আইনজীবীকে গ্রেফতারের নির্দেশ দিয়ে হাইকোর্টের আইনজীবীদের রোষের মুখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এই আচরণের প্রতিবাদে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সব মামলা সরানোর আবেদন জানাল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। সোমবারই এই আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন তাঁরা। চিঠিতে বার অ্যাসোশিয়েশনের সচিব বিশ্বব্রত বসুমল্লিক জানিয়েছেন, মামলা সরানোর আবেদন ছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) তাঁর আচরণের জন্য যতক্ষণ না দুঃখপ্রকাশ করছেন ততদিন তাঁর এজলাস বয়কট চলবে। মঙ্গলবার থেকেই বয়কটের ডাক দেওয়া হয়েছে। সবমিলিয়ে বেশ বেকায়দায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযোগ, সোমবার মাদ্রাসা বোর্ডের একটি মামলা চলাকালীন আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের আচরণে বিরক্ত হয়ে তাঁর গাউন ও বো খুলিয়ে তাঁকে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দেন। তাঁর এই নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। পরে চাপের মুখে নির্দেশ প্রত্যাহার করেন তিনি। কিন্তু এরপরই জরুরি সভায় বসে বার অ্যাসোসিয়েশন। সেখানেই বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গিয়েছে, মাদ্রাসা বোর্ডের একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ওই আইনজীবী। শুনানির পর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের বেশির ভাগ অংশই পরিবর্তন করে দেয়। সোমবার সেই মামলার শুনানিতে এমন তুঘলকি আচরণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যা নিয়ে সরগরম হাইকোর্ট চত্বর।

আরও পড়ুন- মানুষ সাসপেন্ড করবে বিজেপিকে

Latest article