প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি-সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে গ্রুপ ডি, গ্রুপ সি এবং ২০১৬ এসএসসি শিক্ষক নিয়োগ-সংক্রান্ত আর কোনও মামলার শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আপাতত এসএসসি-সংক্রান্ত মামলাগুলিকে তালিকার বাইরে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে, মহিষাদলে বিজেপির গুন্ডামি সমবায় সভায়
জানা গিয়েছে, এখন থেকে ওই মামলাগুলির শুনানি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে। ৪ ডিসেম্বর বিশেষ ডিভিশন বেঞ্চে প্রথম শুনানির সম্ভাবনা রয়েছে। সন্দীপ প্রসাদ নামে এক চাকরি প্রার্থীর এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২১ সালের নভেম্বর মাসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন থেকে সেই মামলা আর শুনতে পারবেন না তিনি, এমনটাই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।
আরও পড়ুন-কাতার ম্যাচে পরীক্ষা সুনীলদের
পাশাপাশি, সাবিনা ইয়াসমিন নামে আর এক চাকরিপ্রার্থীর দায়ের করা নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই মামলাও আর শুনতে পারবেন না তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অনিন্দিতা বেরার দায়ের করা নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাটিও বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলে গেল। বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন মামলায় একাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল।