মধ্যপ্রদেশে অবসর নিয়েই বিজেপিতে যোগ বিচারপতির

গেরুয়া রাজ্যের বিচারব্যবস্থারও কি এবারে গেরুয়াকরণ? প্রশ্নটা উসকে দিলেন মধ্যপ্রদেশেরই সদ্য অবসরপ্রাপ্ত এক বিচারপতি।

Must read

প্রতিবেদন: গেরুয়া রাজ্যের বিচারব্যবস্থারও কি এবারে গেরুয়াকরণ? প্রশ্নটা উসকে দিলেন মধ্যপ্রদেশেরই সদ্য অবসরপ্রাপ্ত এক বিচারপতি। যোগ দিলেন বিজেপিতে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিচারের বাণী শোনানোর পরে আসল সত্যটা সামনে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপিতে যোগ দিয়ে যাবতীয় সম্ভাবনার অবসান ঘটান অভিজিৎ নিজেই। সেই অভিজিতের ট্রেন্ড এবার মধ্যপ্রদেশে। হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরই বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের বিচারপতি রোহিত আর্য।

আরও পড়ুন-চাকরি মামলার নাম করে, উঠছে কোটি কোটি টাকা

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি রোহিত আর্য তিন মাস আগে বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের এজলাসে রাজ্যের পুলিশকে বিভিন্ন মামলায় ভর্ৎসনা করে আসা রোহিত নিজের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছেন। এদিকে লোকসভা নির্বাচনের আগে বাংলায় তড়িঘড়ি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতির আসন থেকে নামিয়ে এনে বিজেপিতে যোগদান করানোয় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। সেখান থেকে শিক্ষা নিয়ে রোহিতের যোগদানে তাড়াহুড়ো করেনি মধ্যপ্রদেশ বিজেপি। ২০১৩ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হওয়া ও ২০১৫ সালে স্থায়ী বিচারপতি হিসাবে জায়গা পাওয়া রোহিত অবশ্য বিতর্কিত সিদ্ধান্তের সুবাদেও সংবাদের শিরোনামে এসেছেন। ব্যাপম কেলেঙ্কারিতে অভিযুক্ত চিরায়ু মেডিক্যাল কলেজের পরিচালন সংস্থার সম্পাদক ডাঃ অজয় গোয়েঙ্কাকে বেকসুর খালাস দিয়েছিলেন। কোভিড নিয়ম ভাঙার জন্য কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি ও নলিন যাদবের জামিন নাকচ করেছিলেন। তাঁর রায়কে নাকচ করেছিল সুপ্রিম কোর্ট।

Latest article