কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Must read

কলকাতা হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি। দায়িত্বে বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। এতদিন তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিচারপতি সুজয় পালের শপথ গ্রহণের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করায় বিচারপতি সুজয় পালকে (Justice Sujoy Paul) আন্তরিক অভিনন্দন।
আমি বিচারপতি পালকে বিচার বিভাগের এই উচ্চ আসনে স্বাগত জানাই।” এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি অবসর গ্রহণ করেছেন।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে বিশেষ ভূমিকা নেবে জেনজি

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম গত ৯ জানুয়ারি সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কলেজিয়ামের নথিতেও উল্লেখ রয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন। চিরাচরিত ঐতিহ্যবাহী লাল পোশাকে শপথবাক্য পাঠ করতে দেখা গেল তাঁকে।

আইনজীবী হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন পাল। ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিচারব্যবস্থায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা তাঁকে উল্লেখযোগ্য বিচারপতিদের তালিকায় এনে দেয়।

পরবর্তীতে ২০২৫ সালের ২৬ মে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলি করার সুপারিশ করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব দেওয়া হল।

Latest article